ডাকাতি! প্রেমিকাকে খুশি করতে ৬০ লক্ষ টাকা ডাকাতি করলেন যুবক সেই টাকা উপহার দিলেন
গ্ৰাম ও শহরে ডাকাতির ঘটনা আমরা মাঝে মাঝে শুনে থাকি। এবার এক ডাকাতির ঘটনা তদন্তের নামল পুলিশ, প্রেমিকাকে খুশি করতে ডাকাতি করলেন এক যুবক। রবিবার উত্তর প্রদেশে এটাওয়াতে একটি ডাকাত দলকে পাকড়াও করে পুলিশ। এই দলের প্রধানের মুখের মূলচক্রীর কাণ্ড দেখে হতবাগ পুলিশগণ। প্রেমিকার সকল ইচ্ছে পূরণ করতেই এই দলের মূল প্রধান ডাকাতি করছিলেন বলে পুলিশ সূত্রে খবর। যে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে যুবকের প্রেমিকাও রয়েছেন।
আরও জানিয়েছেন যে, একের পর এক ডাকাতি ঘটনা সামনে এলে পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তে লেবেরি গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করতেই এই ঘটনা জানতে পারে তদন্তকারী দল। ডাকাতি করে মোট ৬০ লক্ষ টাকা ওই যুবক প্রেমিকাকে দিয়েছিল।
এসএসপি সঞ্জয় কুমার জানিয়েছেন, মূল অভিযুক্ত ২২ বছরের যুবক পারস তিওয়ারি। প্রেমিকার টাকার প্রয়োজন ছিল তাই যুবক এমন কাজের সাথে লিপ্ত হয়। ডাকাতির পর মোট ৬০ লক্ষ টাকা যুবকের প্রেমিকা মহিমা সিংহকে দেন। আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে।
